মেঘচিঠি

মেঘ, কেমন আছ?
মনে পড়ে আমায় ? ভুলে গেছ ?
জানো, তোমার সাথে আমার প্রেম ছিল না !
কোনদিন, মুখ ফুটে বলতেই পারিনি তোমাকে
ভেবেছি চলে যাবে,
কিন্তু পুরো শহর আমাদের সম্পর্ক টাকে ধরেই নিয়েছিল
এই তো হয়ে গেলো, আনুষ্ঠানিকতা শুধু সময় মাত্র !
জানতে তুমি, কিছুটা আমিও;
কিন্তু দেখো, কিছুই হল না, কিছুই না ।

সমাজ ভালবাসা বোঝে না, বোঝে শুধু কর্তব্য
এই কর্তব্যের দোহাই দিয়ে কত কিছুই যে করেছিল সে সময় !
তোমাকে নিয়ে গেল……
নিজেকে এতটা অসহায়, এতটা পরাজিত কোনদিন মনে হয়নি ।
আমাদের দু’জনেরই বিয়ে হল
কিন্তু দু’জনের সাথে নয়;
মেনে না নিতে চাইলেও মেনে নিয়েছিলাম আমরা
মেনে নেয়া ছাড়া আর কী’ই বা করার ছিল সেসময়, বল ?

এই নশ্বর পৃথিবীর ভালবাসা আর কতটাই বা ছুঁয়েছিল,
যখন তুমি ছিলে না, আর যখন এসেছ !
প্রতিবারের মত নষ্ট হতে দেখেছি শুভ্র সকাল
ভেজা কাশফুল, চিরঞ্জীবী লোমশ ঝড়ের বিছানা…।।

মেঘ, ভাল থেকো তুমি
আজও তোমার ভাল থাকার কথা শুনতে ভাল লাগে
কিছুটা কষ্ট হলেও……
যতদিন ভাল থাকবে, ভেবে নেব আমি ভাল আছি
তা ছাড়া আমার আর কিসের জীবন ?

– জিহান আল হামাদী

৩রা ফেব্রুয়ারি’২০১৩