আমি কবি নই

অনেক যুগ কবিতা লিখিনা
ফ্যাকাসে হয়ে যাচ্ছে কালির দোয়াত,
কাগজের পাতা সন্ধিকাল পেড়িয়ে
হুট করেই বুড়িয়ে গেছে গতরাত;
তবু কবিতা লিখতে পারিনি বহুকাল
ওরা এখন আর আসে না,
একঘেয়ে কবিতা সাজাতে সাজাতে
ওরা ক্লান্ত, আমি ছন্দ-প্রতিবন্ধী ।।

কী দোষ আমার ?
পুরোটা জীবন যে হাতে তুলে নিয়েছি কলম
সেই হাত যখন তুলে নেয় অস্ত্র,
তখন আর কী আশা করো ?
আহত আর্তনাদের ভিড়ে রক্ত দিয়ে
দু’কলম লিখতে তো পারছি !!
এই কি বেশি নয় ??

যে শব্দমালা আমায় ছেড়ে যাচ্ছে
তাদের জীবন বাচাতেই এত যুদ্ধ !
কবি পরিচয় দিতে চাই না বলে
আমাকে কবিত্ব থেকে মুক্তি দিয়েছে ওরা ।।

নিয়ে যাও শব্দ, তোমাদের বর্ণ
কবি হতে চাই না;
তবু ছয়শ কোটি মানুষের ভেতর রয়ে যাবো
ষোড়শী সব প্রেমিকা আমার জন্যই কাঁদবে-
তাদের হৃদয়ে প্রথম ভালবাসা হয়ে বেঁচে থাকবো
নিয়ে যাও কবিতা, আমি কবি নই ।।

আমি কোন কবি নই
আমি পৃথিবীর সকল প্রেমিকার ভেতর
লুকিয়ে থাকা প্রেমিকের পঙক্তি,
আমি ছয়শ কোটি মানুষের ভেতর
লুকিয়ে থাকা শব্দ-মিছিল ।।

– জিহান আল হামাদী
১২ই এপ্রিল’২০১৩