আজি এ বসন্তে

বানর ছিলাম।
সর্ব গাছে গাছে লম্ফে চড়িতাম কী অবলীলায়
বসন্তে

বসন্তকালে কত স্নেহভরে ভাই পুষ্প ‘পরে বুলাইতাম ল্যাজ
স্বীয় ল্যাজখানি! তবু কী নিমিত্ত ধোঁকা দিল হে আমারে
ভগবান উলটো বুঝলি রাম!

তোমার সেবক আমি, দেখি বাপা একবার তোর মুখখানি।
তুলারাম, খেলারাম, আজি এ বসন্তে আমি
গেলাম গেলাম
কিন্তু কাঁহা যাব ভাই?
কাজে গেলে ডর লাগে, সাঁঝে গেলে ডর, ডরো মৎ!
এক পা পিছনে রাখো ভূতের মাথায়__আর
অন্য পায়ে এক লম্ফে চড়ো ভবিষ্যৎ!

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
জয় গোস্বামী- র আরো পোষ্ট দেখুন