তুমি যদি আমায় ছেড়ে যাও

 

তুমি যদি আমায় ছেরে যাও
যদি ফোঁটার আগেই ছিঁড়ে ক্ষত-বিক্ষত করো
পুস্প মিছিল অথবা আমার সিক্ত ভালোবাসা;
জেনে নিও তবু আজন্ম প্রতীক্ষা শেষ হবে না-
তোমার চারপাশ শুধুই সুগন্ধি ছড়িয়ে যাবো ।
যদি আজ চলে যাও
যদি পিছু ফিরে না তাকাও,
অধিকার কেড়ে নিতে পারবে না
হুতোম পেঁচার মত তোমার আঁধার পাহারা দেবো ।।

যদি আমায় ভুলে যাও কোনদিন
রাগে-ক্ষোভে ছিঁড়ে ফেলো আমার সব কবিতা-
তোমায় ভালবাসার অধিকার তবু আমার থেকে যাবে
আমরণ অনশনে নেমে যাবে অক্ষুণ্ণ হৃদয়;
যদি চোখ ভিজে যায় অনভ্যস্ত তোমার নয়নে
জেনে রেখো, একমাত্র আমিই তোমার কান্না থামাতে পারি,
অন্য হাতের স্পর্শে কোনদিন জল শুকাবে না ।
যদি আজ চলে যাও
যদি পিছু ফিরে না তাকাও,
অধিকার কেড়ে নিতে পারবে না
তোমায় প্রতিনিয়ত কাছে টেনে নেবে এক পাগলাটে শরীর ।।

যদি আমায় ছেড়ে চলে যাও তুমি
জেনে রেখো এই বুকে আগুন ছাড়া কিছুই রবে না,
পুড়ে যাওয়া সমাধিতে থেকে যাবে
তোমার জন্য অনন্ত ভালোবাসা
সেই ভালোবাসায় কাটিয়ে দিতে পারবে সারাটা জীবন;
যদি তুমি চলে যাও
যদি পিছু ফিরে না তাকাও,
অধিকার কেড়ে নিতে পারবে না-
পাগলের মতই ভালোবেসে যাবো
এমন পাগলের মত আর কেউ ভালবাসবে না তোমায়;
আমায় ছেড়ে চলে যাবে তুমি ??
– জিহান আল হামাদী
৩০শে মার্চ’২০১৩