জমানো কৃষ্ণচূড়ায় উদ্বাস্তু রূপকথা

 
রাজকন্যা,
ভালবাসি বললেই এভাবে কেঁপে ওঠো কেন ?
ঘৃণা যখন করতেই পারবেনা;
একটু না হয় ভালবাসো আমায় ।।

ধীরে ধীরে ভালবেসে ফেলেছ, তাই না ?
তাইতো এত অপ্রস্তুত কথোপকথন-
অনভ্যস্ত লাজুক হাসি !
অভিমানী বয়স ফেরাতে পারেনি,
উষ্ণ বুকে মাথা চেপে খুঁজে পেতে চাও নিজের ছায়া;
যেমন চুপি চুপি এসেছিলাম একদিন
তুলতুলে গালে একটু আদর মেখে দেবো ভেবে-
আনমনে ছুঁয়ে দিলেও বুঝে উঠতে পারিনি সেদিন
কিন্তু হৃদয়ে অনিদ্রার ঝড় উঠেছিল ।।

বুঝে উঠতে পারিনি আজও
কিভাবে কদাকার হৃদয়ে বসন্তের হাওয়া লেগেছে
তুমিই বা কিভাবে ভালবেসে ফেললে ?
অনুরাগের বৃষ্টিতে আজ-কাল একসাথে ভিজে যাই,
মাখামাখি করি স্বপ্ন ছোঁড়ার কাদায়
তিমির রাত প্রসব করে উদ্বাস্তু রূপকথা ।

পাগলপ্রায় অনুভূতির সাঁঝে দেয়াল হয়ে থেকো না
ঝড়ো মরুর বুকে ডানা মেলে উড়ে যাও,
সব বাঁধা ভুলে ছুটে আসো বুকের ভেতর
মিশে যাও আজ, মগ্নতার রুমালি বাহুদ্বয়ে;
মেলে দাও জমানো কৃষ্ণচূড়ার উন্মাদনা ।।
– জিহান আল হামাদী
১লা এপ্রিল’২০১৩