দিয়ে গেনু বসন্তের এই গানখানি

দিয়ে গেনু বসন্তের এই গানখানি– বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥ তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥ চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা, তখনি চলিয়া যাব শেষ হবে খেলা। আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো নব পথিকেরই গানে নূতনের বাণী॥ diyegenu ei bosonter ei gan khani

দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে

দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে ।। হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি, বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে । শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে ।। বাজুক প্রেমের মায়ামন্ত্রে পুলকিত প্রাণের বীণাযন্ত্রে চিরসুন্দরের অভিবন্দনা । আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে, যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে ।। dey tora amay nuton kore (rabindra […]

ভরা থাক, ভরা থাক

ভরা থাক, ভরা থাক… স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক, ভরা থাক… মিলনের উৎসবে তায় ফিরায়ে দিও আনি ভরা থাক, ভরা থাক… বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে, বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে। গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবানী গোপনে উঠুক ফলে হৃদয়ের নতুনবাণী ভরা থাক, ভরা থাক। যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে […]

আজি গোধূলি লগনে

আজি গোধূলি লগনে, এই বাদল গগনে তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে আজি গোধূলি লগনে অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ দিল কি ও অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ লাগিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা […]

আমার মনের কোণের বাইরে

আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥ কোন্‌ অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে– আছে-আছে নাই রে॥ আমার দুই আঁখি হল হারা, কোন্‌ গগনে খোঁজে কোন্‌ সন্ধ্যাতারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে– গুন্‌গুনিয়ে গাই রে॥ Amar Moner Koner Bahire

আকাশ আমায় ভরলো আলোয়

আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে।। আকাশ আমায় ভরলো আলোয় ওরে পলাশ, ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস ।। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে দখিন হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন […]

আমার নাইবা হল পারে যাওয়া

আমার নাইবা হল পারে যাওয়া। যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥ নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি। আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া ॥ হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে। আমার সারা দিনের এই কি রে কাজ– ওপার-পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর […]

তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।

তুমি এবার আমায় লহো হে নাথ,লহো। এবার তুমি ফিরো না হে– হৃদয় কেড়ে নিয়ে রহো। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ। কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী […]

ওই-যে ঝড়ের মেঘের কোলে

ওই-যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥ ওরই গানের তালে তালে আমে জামে শিরীষ শালে নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥ আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে। ভিজে হাওয়ায় থেকে থেকে কোন্‌ সাথি মোর যায় যে ডেকে, একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥

তোমার আমার এই বিরহের অন্তরালে

তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ॥ তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে– এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ॥ বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে, চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে। দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী, যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে ॥   <iframe […]