দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো সুমন্দভাসীনি।। প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগীনি।। বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।। তব কবরী মূলে, নব এলাচীরো ফুল দুলে কুসুম বিলাসিনী।।
দূর দ্বীপবাসীনি
প্রিয় এমন রাত যেন যায় না
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরী টিপ, জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই।। তুমি আসিবে বলে সুদূর অতিথি জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি, কভু ঘরে আসি কভু বাহিরে চাই।। আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী, আজি আমার কথা যেন […]
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর। পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।। ঘনবন-কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি, সভয়ে নত চরণে ভীতা বসুমতী। সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে পায়ে গিরি-নির্ঝর-ঝরঝর ঝরঝর।। ধূলি-গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী, ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে […]
মনে পড়ে
মনে পড়ে- মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহিনু এ পারে তুমি ওপারে ভাসালে ভেলা। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর […]
অঞ্জলি লহ মোর সংগীতে
অঞ্জলি লহ মোর সংগীতে প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি-নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার পদতলে রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে।। […]
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে আমি গান গাহি আপনার সুখে তুমি কেন এসে দাড়াও সম্মুখে আলেয়ার মত ডাকিও না আর নিশীথ অন্ধকারে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে দয়া করো দয়া করো […]
খেলিছ এ বিশ্বলয়ে
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।। শূণ্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে।। তারকা রবি শশী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার সুখে-দুখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে […]
মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল।। কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা। বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রঙ এলো চুল।। জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল রঙ ছানি আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া, তোমার বাসর রচিব প্রিয়া। […]
নয়ন ভরা জল গো
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।। ফুল যদি নিই তোমার হাতে জল রবে গো নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।। মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে। পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি […]
আজি মনে মনে লাগে হরি
আজি মনে মনে লাগে হরি আজি বনে বনে জাগে হরি।। ঝাঁঝর করতাল খরতালে বাজে বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে লচকিয়া আসে মুচকিয়া হাসে প্রেম-উল্লাসে শ্যামল গৌরী।। কদম্ব তমাল রঙ্গে লালে লাল লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী রঙ্গের উজান চলে কালো যমুনার জলে আবীর রাঙ্গা হলো ময়ূর-ময়ূরী।। মোর হৃদি বৃন্দাবন যেন রাঙে রাধা শ্যাম যুগল চরণ […]