এই ধারা বর্ষণে

এই ধারা বর্ষণের সন্ধ্যাবেলায় ভাবনা একটি
ভেজা পাতার মতো দুলতে লাগলো।
কেন যেন মনে হলো এসো মৃত্যুর কথা ভাবি
মাঠের ওপাশের কবরগুলো বৃষ্টির ধোয়ায়
আবছা শান্ত হয়ে আছে। মনে হয়
নিঃশ্বাস ফিরিয়ে দিলেও এদের কেউ পৃথিবীতে
বাস করতে চায় না।

কতো মৃত্যুর কথা মনে পড়তে লাগলো।
পিতা-পিতামহের মৃত্যু অপরিচিতদের মৃত্যু
পাখির নিঃসীম ওড়াওড়ির মতো

সেই ঘর সেই বারান্দার কথা আজো ভুলিনি
ওষুধে অরুচি, বললে, কেয়া ফুলের গন্ধে বমি আসে
বাতি নেভাও।

বাইরে ধারাজল ভেতরে অন্ধকার
বাতাসে কোথাও এলিয়ে পড়লো লতাকুঞ্জ
আর শেষবারের মতো তোমাকে দেখলাম,
শাদা শাড়ি ঘোমটার আড়ালে মুখ
সামনে বেহারাহীন পর্দায় ঢাকা কালো পালকি।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন