গোয়েন্দা উপন্যাস


আমার সদ্য এগার তে পড়া ছেলে কয়েক দিন আগে বলল DETECTIVE CONAN দেখতে যাবে শনিবার । কি আর করা । সকাল সাড়ে দশটা থেকে সে পিয়ানো শিখে ,পিয়ানোর ক্লাস শেষ হলো সাড়ে এগার টায় বাড়িতে ফিরে দুপুরের খাবার খেলাম । আজকের মেন্যু ছিল পেপেরঞ্চিনু নামের স্পার্গেটি । ইটালিয়ান খাবার আমাদের দেশের ঝাল ন্যুডলস এর সাথে অনেকটা মিল আছে ,আমার রান্না এই ন্যুডুলসটা আমার ছেলের খুব পছন্দ । যাক খাবার শেষ করে দুপুর ২ টায় গাড়ি ষ্টার্ট দিলাম সিনেমা হলের উদ্দেশ্যে , বাড়ি থেকে পনের মিনিটের পথ ।ওয়ার্নার মাইকেল সিনেমা এর সিনেমা হল । বেশ মজার ছবি । ছবি দেখতে দেখতে অনেক কথা মনে পড়ল , অনেক দিন আগে পড়া ডিডেক্টিব ঊপন্যাস, রহস্য উপন্যাস এর কথা । রোমেনা আফাজ এর দস্যু বনহুর সিরিজ পড়ার পর সেবা প্রকাশনী র কাজী আনোয়ার হোসেন এর লিখা মাসুদ রানা পড়েছিলাম । বাংলা গোয়েন্দা উপন্যাস এর মধ্যে সত্যজিৎ রায় এর ফেলুদা কে আমার মনে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ট গোয়েন্দা উপন্যাস । যদিও ফেলূদা সিরিজ এ লেখা র সংখ্যা তেমন বেশী নয় । প্রতি বছর শারদীয় দেশ সংখ্যা তে একটি উপন্যাস প্রকাশিত হতো । আমাদের মতো পাঠকরা এই সিরিজ আ অনেক লেখা আশা করেছিলাম ঊনার কাছে ।প্রাপ্ত বয়স্কদের জন্য তিনি কোন গোয়েন্দা উপন্যাস লিখেননি ,এ বিষয়ে সত্যজিৎ রায় এক সাক্ষাতকারে বলেছিলেন আমি বছরে একটির বেশী গোয়েন্দা উপন্যাস লিখিনা বছরে । আর বড়দের জন্য লিখতে গেলে এমন কিছু চলে আসে যা কিশোররা পড়তে পারবে না ,কিন্তু কিশোরদের জন্য লিখা ফেলুদা বড়রাও একসাথে পড়েন সেই হিসাবে মনে হয় কেউই গোয়েন্দা উপন্যাস থেকে বঞ্ছিত হচ্ছেন না । কি চমৎকার কথা !

১০ টি মন্তব্য

meghlashomoy রকিব হাসান২৫ এপ্রিল ২০০৯, ০৮:১১

গোয়েন্দাকে জাপনীতে কি বলে?

olpokotha মিতা২৫ এপ্রিল ২০০৯, ০৮:১২

তান্তে !

meghlashomoy রকিব হাসান২৫ এপ্রিল ২০০৯, ০৮:১৭

আমি ভাত খাব। এইটার জাপানী কি?

olpokotha মিতা২৫ এপ্রিল ২০০৯, ০৮:২১

ওয়াতাসিওয়া গোহান তাবে মাসু! ওয়াতাশিওয়া মানে আমি ,গোহান মানে ভাত , তাবেমাসু মানে খাব । ওয়াতাসিওয়া ইমা কারা নে মাসু মানে হলো -> আমি এখন থকে ঘুমাতে যাব ! বাই !

kal_purush তপ্তকাঞ্চন২৫ এপ্রিল ২০০৯, ০৮:৫৩

সেবার বই গুলো পড়ে কৈশরে একবার তিন বন্ধু মিলে গোয়েন্দা দল গঠন করেছিলাম। প্রথম কেইসেই শরীর থেকে তেল নেমে গিয়েছিল। মনে পড়লে এখনো হাসি পায়।
আপনি আবার সেই সুখ স্মৃর্তি মনে করিয়ে দিলেন। ধন্যবাদ

olpokotha মিতা২৬ এপ্রিল ২০০৯, ০৬:১০

ধন্যবাদ ! আপনি ই সে তিন গোয়েন্দা র এক জন জানতাম না , এখন থেকে সাবধান হবো !

sujanpranto12 সুজন২৫ এপ্রিল ২০০৯, ০৯:০০

মজা পেলাম মিতা ভাই।

olpokotha মিতা২৬ এপ্রিল ২০০৯, ০৬:১১

ধন্যবাদ ! আমি ও মজা করতে লিখে ছিলাম !

sharmabangla সজল শর্মা২৬ এপ্রিল ২০০৯, ০১:৩৮

ভাল লাগলো।

olpokotha মিতা২৬ এপ্রিল ২০০৯, ০৬:০৯

ধন্যবাদ !
রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন