বেজে উঠলো ঢাক

এখন দূর থেকে গড়িয়ে আসে ঢাকের শব্দ
এখন রাত দুপুর

সপ্তর্ষির দিকে উড়ে যায় শহরের ঘর
চোখের পাতায় বইতে থাকে খাল, খালের পাশে শ্যাওলাজমা মঠ

নেমে আসার জমি
যক্ষ হয়ে দাঁড়িয়ে থাকা তালসুপুরি

জলের ওপর ভাসে আমার ছেড়ে আসা
সারি বাঁধা বদর বদর ডাক

বেজে উঠলো অনেক দিনের ঢাক ।

তখনও রাত দুপুর
চোখের সামনে উপুড় করা প্রদীপ
জাগে কেবল
পাটাতনের পাঁজর ভাঙ্গা চলন্ত মাস্তুল

ঘুমের মধ্যে হাত বাড়িয়ে থাকে কেবল দূরের
মাটি, আমার বিলীয়মান মাটি –

বেজে উঠলো হাজার কাঠির ঢাক।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
শঙ্খ ঘোষ- র আরো পোষ্ট দেখুন