স্বপ্নভ্রমণ

এই হাত ধরো, আমরা নক্ষত্রপথে হেঁটে বেড়াই, মেঘমহলে
বিচরণ করি
পৃথিবীর বৃহত্তম জলরাশির ওপর দিয়ে হেঁটে যাই,
এই হাত ধরো মুহূর্তে স্বপ্নভ্রমণে বেরিয়ে পড়ি।

একটু উষ্ণতা দাও ঝমঝম বৃষ্টি হয়ে ঝরি,
একবার সঞ্চায়িত করো স্পর্শের বিদ্যুৎপ্রবাহ
আমি মূলসুদ্ধ কেঁপে উঠি,
অর্ধেক এখানে রাখি অর্ধেক আকাশে উড়াই;

এই হাত ধরো আমি হই জাদুমন্ত্র, আমি হই

ম্যাজিক রুমাল
আমি এই রুক্ষ শহরে হই ছায়াবৃক্ষ,
মরুভূমি ভাসিয়ে দিয়ে হই বর্ষা
হাত ধরো উড়তে উড়তে নক্ষত্রলোকে চলে যাই।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মহাদেব সাহা- র আরো পোষ্ট দেখুন