বৈশাখ মানে

বৈশাখ মানে দুরন্ত কিশোরীর পিঠখোলা এলোচুল ,
লবন– মরিচ, কাঁচা–পাকা আম, আমলকি , তেঁতুল।
বৈশাখ মানে মানে দমকা হাওয়া, ধুলি ওড়ানো মাঠ,
ধানকাটা বিলে বৈশাখী মেলা বিকিকিনির হাট।

বৈশাখ মানে ঘাম ঝরানো মাঠ তাতানো রোদ্দুর,
দমকা হাওয়ার ঢেউয়ের দোলায় উথাল সমুদ্দুর।
বৈশাখ মানে এগিয়ে চলা বিজয়ী জনতার শোর,
রোদেলা দুপুরে রিং হাতে ছোটা দুরন্ত কৈশোর।
বৈশাখ মানে শুভ হালখাতা, নববর্ষের আয়োজন,
দুয়ারে দাঁড়ানো নববধু , তার উথাল করা মন।