নেকড়ে বংশ

রগেতে পিস্তল চেপে বলছে: দোগলা ফের এসেছো এখানে থাবা মেরে ছিঁড়ে ফেলব ধর্ষক্ষুধাতুর ওষ্ঠ খসখসে জিভে চেটে নেব নখের রোদ্দুরকণা জটায়ুর কবজালাগানো লৌহডানা ঝাপটানোর বাজনা বন্ধ করে দেব শরীরে এখন ঝুলকালিমাখা দৈন্য হায় যেটুকু বেঁচেছে বাকল আড়াল করে সেগুনের এঁকে-রাখা আঁশ   একদিন আমারও হসন্ত গোলাপি ছিল রেফও সবুজ ছিল য-ফলাতে মনে হত নারীর রেশমি […]

লালসেলাম হায়

মুখের গহ্বরে এক জান্তব গোঙানি-ডাক চলাফেরা করে জেলহাজতের ভিড়ে ত্রিকালজ্ঞ ভিড় দেখে চমকে উঠি এরা কারা হাতকড়া পরে ঠাঠা হাসে সারাদিন বাইরে যারা রয়ে গেল ঝুঁকিয়ে দাঁতাল মাথা তারাই বা কারা জল্লাদের ছেড়ে-দেয়া নিঃশ্বাস বুক ভরে টানে   চাই না এসব ধন্দ মশারি খাটিয়ে বিছানায় সাপ নারীর বদলে   নৌকোর গোলুই থেকে ছুরি হাতে জ্যোৎস্নায় […]

আলফা ফিমেল বিড়ালিনী

ক্যাটওয়াকে শোস্টপার, শব্দহীন আলতো স্টিলেটো ফেলে দেহের আলোয় মেলে ধরছিস তুই বাঁকের বদলগুলো হাসির হদিস তুলে, ঠিক যেন ইমলিতলার তিন তলা থেকে বারবার ভাসাচ্ছিস দু’থাবার তুলোট ম্যাজিক, অবন্তিকা, আলফা ফিমেল বিড়ালিনী, কোলে নিয়ে আদর করিস যাকে তারই চরিত্র তোকে চেপে ধরে কালো শাদা বাদামি ধূসর নক্ষত্র-ক্লোনিং চোখে অর্গলছেঁড়া তোর লিভ-ইন কোনো পৌরাণিক ঋষির রেশমি ঠোঁটে […]

কপিরাইট

অবন্তিকা, অতি-নারী, অধুনান্তিকা পঞ্চান্ন বছর আগে চৈত্রের কোনারকে লোডশেডিঙের রাতে হোটেলের ছাদে ঠোঁটের ওপর ঠোঁট রেখে বলেছিলি চুমু প্রিন্ট করে দিচ্ছি সারা নোনা গায়ে ম্যাজেন্টা গোলাপি ভিজে লিপ্সটিকে গুনে-গুনে একশোটা, লিমিটেড এডিশান কপিরাইট উল্লঙ্ঘন করলে চলবে না । অবন্তিকা, সাংবাদিকা, অধুনান্তিকা এ-চুক্তি উভয়ের ক্ষেত্রে লাগু ছিল কিন্তু দুজনেই এর-তার কাছ থেকে শুনেছি কখন কবে কার […]

মৃত্যুকে

অনুবাদ : মলয় রায়চৌধুরী জানি তুমি আসবেই। তাহলে এ প্রতীক্ষা কেন ? তোমার জন্য আমি পথ চেয়ে, ফুরিয়ে গিয়েছে সব কাজ। আমার আলো তো কবে নিভে গেছে । দরজা রেখেছি খুলে তোমার নামের এক সরল বিস্ময় আসবে সে আশায়। অতএব যে আদল নিতে চাও নাও : ছুঁড়ে মারো তোমার বিষাক্ত বোমা আমার বাসা লক্ষ করে […]

আমার রক্তে অগ্নিশিখা : ওসিপ ম্যানডেলস্টাম

অনুবাদ : মলয় রায়চৌধুরী আমার রক্তের ভিতরে এক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করছে জীবন, হাড় পর্যন্ত আর আমি পাথরের গান গাই না   একটি মাত্র খুঁটির তৈরি হালকা আর রুক্ষ ওক গাছের গভীর হৃদয় আর ধীবরদের বৈঠা   ভিতর পর্যন্ত চালিয়ে দাও শক্ত করে গিঁথে দাও কাঠের স্বর্গের চারপাশে যেখানে সব-কিছুই সহনীয়

স্তালিন এপিগ্রাম : ওসিপ ম্যানডেলস্টাম

অনুবাদ : মলয় রায়চৌধুরী আমরা সবাই বেঁচে আছি তবে পায়ের তলায় জগৎ নেই দশ পা দূরে কথা কও অথচ শোনা অসম্ভব তবুও যদি সাহস করে কখনো লোকে কথা বলে তারা কেবল ক্রেমলিনবাবার প্রসঙ্গ তুলবে   বঁড়শি-গেঁথা কেঁচোর মতন ফুলকো-ফোলা আঙুল ওঁর ভারি বাটখারার মতন ওজনদার গলার স্বর গোঁফ ওনার গাঁকগাঁকিয়ে ঘড়ঘড়িয়ে চেঁচায় জুতোর আগায় খিলখিলিয়ে […]

আমি যখন তোমায় হারালুম

আমি যখন তোমায় হারালুম, তখন দুজনেই খোয়ালুম আমি কেননা তুমিই এমন যাকে সবচেয়ে বেশি ভালোবাসতুম আর তুমিও কেননা আমিই এমন যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসত কিন্তু দুজনের মধ্যে সবচেয়ে বেশি হারিয়েছ তুমি কারণ আমি তো অন্যদেরও ভালোবাসব যেমন তোমায় বাসতুম কিন্তু আমার মতো কেউই তোমায় ভালোবাসতে পারবে না। অনুবাদ : মলয় রায়চৌধুরী

ডেথ মেটাল

মুখপুড়ি অবন্তিকা চুমু খেয়ে টিশু দিয়ে ঠোঁট পুঁছে নিলি ? শ্বাসে ভ্যাপসা চোখের তলায় যুদ্ধচিহ্ণ এঁকে ডেথ মেটাল মাথা দোলাচ্ছিস চামড়া জ্যাকেট উপচে লালনীল থঙ গলায় পেতল-বোতাম চোকার ঝাপটাচ্ছিস সেকুইন গ্ল্যাম রকার খোলা চুল কোমরে বুলেট বেল্ট বেশ বুঝতে পারছি তোকে গান ভর করেছে যেন রমণখেলা স্ক্রিমিং আর চেঁচানি-গান তোর কার জন্য কিলিউ কিলিউ কিল […]

প্রজাপতি প্রজন্মের নারী তুই চিত্রাঙ্গদা দেব

রবীন্দ্রনাথ, এটা কিন্তু ভালো হচ্ছে না চিত্রাঙ্গদা বলছিল আপনি প্রতিদিন ওকে রুকে নিচ্ছেন আপনাকে সাবান মাখাবার জন্য বুড়ো হয়েছেন বলে আপনি নাকি একা বাথরুমে যেতে ভয় পান আর হাতও পৌঁছোয়নাকো দেহের সর্বত্র চুলে শ্যাম্পু-ট্যাম্পু করা পোশাক খুললে আসঙ্গ-উন্মুখ নীল প্রজাপতি ওড়ে ওরই শরীর  থেকে আর তারা আপনার লেখা গান গায়   এটা আপনি কী করছেন […]