অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।

অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥ আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥ এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী– শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি। দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥ রাগ: ইমনকল্যাণ তাল: কাহারবা […]

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ॥ তেমনি ক’রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-‘পরে ॥ বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে, ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে। বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ’রে ॥ রাগ: সাহানা তাল: তেওরা […]

অচেনাকে ভয় কী আমার ওরে?

অচেনাকে ভয় কী আমার ওরে? অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ॥ জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥ ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে। অচেনা এই ভুবন মাঝে কত সুরেই হৃদয় বাজে– অচেনা এই জীবন আমার, বেড়ারাগ: […]

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক তখন আমি ছিলেম শয়ন পাতি। বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক, ধরায় তখন তিমিরগহন রাতি। ঘরের লোকে কেঁদে কইল মোরে, “আঁধারে পথ চিনবে কেমন ক’রে?’ আমি কইনু, “চলব আমি নিজের আলো ধরে, হাতে আমার এই-যে আছে বাতি।’ বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে চোখে ততই লাগে আলোর বাধা, […]

বৃষ্টি

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে

বর্ষণমন্দ্রিত অন্ধকারে  এসেছি  তোমারি এ দ্বারে, পথিকেরে লহো ডাকি     তব মন্দিরের এক ধারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে  এসেছি বনপথ হতে, সুন্দরী,     এনেছি মল্লিকামঞ্জলী– তুমি লবে নিজ বেণীবন্ধে    মনে রেখেছি এ দুরাশারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে   এসেছি কোনো কথা নাহি ব’লে     ধীরে ধীরে ফিরে যাব চলে। কোনো কথা নাহি ব’লে     ধীরে ধীরে ফিরে যাব চলে। ঝিল্লিঝঙ্কৃত নিশীথে    পথে যেতে বাঁশরিতে শেষ গান […]

আফ্রিকা

উদ্‌ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা-নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু […]

সুন্দর তুমি এসেছিলে

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়নপানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন্‌ গন্ধে ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কী আঘাতে। কতবার […]

সমুদ্রকাল

অভিঘাত ভেদ করে কাঠ ও কিউবিকল পলিমার। জভিঘাত ঢেউ জাহাজের খোল ইম্প্যাক্ট জোন। টানা গুঞ্জন সচল ইঞ্জিন রুম। অপার সাগরে মিউজিক সিস্টেম রবীন্দ্রসঙ্গীতঃ ‘কে সে যায় ফিরে ফিরে ব্যাকুল নয়ন নীরে’ অভিঘাত মরণশীল হার্ট বিট।   পেট, নোঙ্গর-বন্ধ অধুনা বন্দরে খোল তবুও ঘুরছে ফিরছে ছড়াচ্ছে নোম্যাড মেঘের পুলিশ ওরা খুঁজছে কৃষ্ণগহ্বর দেশ ও কালে চেতনার […]

এসো, এসো, এসো হে বৈশাখ

এসো হে বৈশাখ এসো, এসো, তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে, তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক,যাক,যা্‌ক,এসো, এসো, এসো হে বৈশাখ এসো, এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক। যাক,যাক,এসো, এসো, এসো […]

আমি কেবলি স্বপন করেছি বপন

আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে— তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা- বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে। আমি […]