মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল।। কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা। বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রঙ এলো চুল।। জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল রঙ ছানি আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া, তোমার বাসর রচিব প্রিয়া। […]

নয়ন ভরা জল গো

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।। ফুল যদি নিই তোমার হাতে জল রবে গো নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।। মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে। পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি […]

আজি মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি আজি বনে বনে জাগে হরি।। ঝাঁঝর করতাল খরতালে বাজে বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে লচকিয়া আসে মুচকিয়া হাসে প্রেম-উল্লাসে শ্যামল গৌরী।। কদম্ব তমাল রঙ্গে লালে লাল লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী রঙ্গের উজান চলে কালো যমুনার জলে আবীর রাঙ্গা হলো ময়ূর-ময়ূরী।। মোর হৃদি বৃন্দাবন যেন রাঙে রাধা শ্যাম যুগল চরণ […]

মোরা আর জনমে

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।। তমাল তরু চাঁপা-লতার মত জড়িয়ে কত জনম হ’ল গত, সেই বাঁধনের চিহ্ন আজো জাগে জাগে হিয়ার থরে থরে।। বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন। বনের কপোত কপোতাক্ষীর তীরে পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে চিরতরে হ’ল […]

মনে পড়ে আজ সে কোন্‌ জনমে

মনে পড়ে আজ সে কোন্‌ জনমে বিদায় সন্ধ্যাবেলা- আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা।। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।। আজো আসিলে না হায়, মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমায়ে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে […]

তুমি সুন্দর তাই

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।। চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল ফুল বলে না তো সে আমার ভুল মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী মেঘ করে না তো প্রতিবাদ।। জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে দেখিয়াই সে যে […]

আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে। তবু আমারে দেবনা ভুলিতে।। তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে । তবু আমারে দেবনা ভুলিতে।। আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারী […]

শূণ্য এ বুকে পাখি মোর আয়

শূণ্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।। তুই নাই বলে ওরে উন্মাদ পান্ডুর হলো আকাশের চাঁদ কেঁদে নদী হলো করুণ বিষাদ ডাকে আয় তীরে আয়।। আকাশে মেলিয়া শত শতকর খোঁজে তোরে তবু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধূলায়।। তুই ফিরে […]

ঝিলের জলে কে ভাসালো

ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা মেঘ্‌লা সকাল বেলা। বেণু-বনে কে খেলে রে পাতা-ঝরার খেলা। মেঘ্‌লা সকাল বেলা।। কাজল-বরণ পল্লী মেয়ে বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,’ ব’সে দীঘির ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা। মেঘ্‌লা সকাল বেলা।। দুলিয়ে কেয়া ফুলের বেণী শাপ্‌লা মালা প’রে খেল্‌তে এলো মেঘ পরীরা ঘুম্‌তী নদীর চরে। বিজলীতে কে দূরে বিমানে […]

পদ্মার ঢেউ রে

পদ্মার ঢেউ রে– মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা আমি হারায়েছি তা’রে।। মোর পরান বধু নাই, পদ্মে তাই মধু নাই– নাই রে– বাতাস কাঁদে বাইরে– সে সুগন্ধ নাই রে– মোর রূপের সরসীতে আনন্দ- মৌমাছি নাহি ঝঙ্কারে।। ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো মোর […]