বৈশাখ! বৈশাখ!

এই আমার পহেলা বৈশাখ
এভাবেই আমার ইতিহাস, এভাবেই আমি,
বৈশাখের এই মাঠের মেলায়,
গ্রামীণ গরীব এক সার্কাসের তাঁবুতে
লম্বমান দড়ির পিঁড়িতে।

উজ্জ্বল আলো, সঙ্গীতের ঝমঝম,
টানটান ভাসমান আমি
পরের দড়িটি লাফ দিয়ে ধরবার জন্যে
দোল খাচ্ছি দোল খাচ্ছি,
দর্শকের স্তম্ভিত নিঃশ্বাস,
কিন্তু দৃষ্টি নেই তাদের ওপরে, তারা কিছু নয়!
দড়িটিই কেবল আমার চেতনায়_
এভাবেই আমার ও আমাদেরই উঠে দাঁড়ানো
এবং ইতিহাসের রশি ধরে
উন্মত্ত দোল রচনা।

প্রতি বৈশাখেই নতুন ফতুয়া আমি পরে নিই,
বহমান ব্রহ্মপুত্র মানুষের ঢলে ভাসা মেলায়
এই বাজিটি আমি দেখিয়ে চলি_
কীভাবে পিঁড়ি থেকে পরের পিঁড়িতে
ঝাঁপিয়ে পড়া,
অবিরাম পেঁৗছে যাওয়া পরের পরে!

এই আমার পহেলা বৈশাখ,
এই বাজিতেই বাঙালির বিরতিহীন উৎসব,
এরই অনুষ্ঠানপত্র
বৈশাখের রোদ্দুর অক্ষরে
লিখিত দ্যাখো মুকুল ধরা আমের প্রতিটি পাতায়