চাই আমি তোমাকেই

চাই আমি তোমাকেই, রক্তের ভেতরে চাই, নিঃশ্বাসের চেয়ে আরো
বিশ্বস্ত শোধক;
আমি চাই একটি গর্ভিনী মাছ আকালের দেশ দিয়ে প্রবাহিত
নদীর ভেতরে;
যখন পুড়ছে গ্রাম, পান্ডুলিপি পুড়ে যাচ্ছে, ঘন্টার চিৎকারে লাল
তোমাকেই চাই;
যখন হাতের রশি তরঙ্গের দাঁতে কাটে, বিপন্ন সুনীলে চাই
তোমার জাহাজ।

বুঝি না তোমার কানে পশে কিনা শব্দহীন সংকেতের অবিরাম
এই ধ্বনিগুলো।
রক্তের শ্বেতাংশ বাড়ে, চড়ের প্রতাপে নদী অচিরেই দেখি
ছিন্নভিন্ন হয়ে যায়,
গ্রামের সমস্ত মাঠ বীভৎস ক্ষতের শোক নিয়ে শুয়ে থাকে
চৈত্র দুপুরের তলে,
সমস্তই বাসা নেয় সমুদ্রের চেয়ে আরো অনিবার্য অতলান্ত জলের কবরে।

এবং সবাই একা__ জলেস্থলে এই লেখা একটি পাখির মতো
আজীবন ওড়ে;
তবুও তোমাকে চাই, রক্তের ভেতরে চাই, গর্ভিনী মাছের মতো
তোমাকেই চাই।