জননী

অথচ জননী জানি সাংবুগীন কারু পারঙ্গমা
প্রসন্ন প্রভায় বৃক্ষ করেছেন পিঙ্গল শিশুকে
রাত্রির মমতা পর্ণে ব্রহ্মব্রতে কজ্জলে কিংশুকে
বিমলিন স্তনধারে সে আমার প্রথম পরমা

আমাকে নন্দিত করে হিরন্ময় প্রভাতের ফুলে
ওষুধির সন্ধা হলো, অন্তজলি সুরভি সুষমা
আমার ইন্দ্রিয়ে অন্ধ দেহভরে বিষণ্ন বকুলে
স্বৈরাচারী অস্ত্রী রাম স্বপ্নে বলে, অবিপ্রের ক্ষমা?

অবিপ্র তোমায় বলি সর্বস্ব দেহের দাসী, বুকে
অশুচি শিখায় জ্বলো ব্রাজক বীতংস ব্রত ভুলে
নির্জন দ্বীপের শব তুমি নগ্ন কামনার কূলে
বিলসিত ঋতুরঙ্গে সলীলা কায়িক কৌতুকে।

ঘৃণায় স্মরণ করি যৌবনের পৃথুল রঙ্গমা
জননী তোমায় নতি, তুমি এক নারীর উপমা।