জড় ও চৈতন্যের দ্বৈরথ

উৎস-মুখের স্বচ্ছ জলের তলে
খড়কুটো নয়, পাথর পড়ে থাকে;
প্রতিবন্ধক দারুণ প্রবল বলে
নদীর উৎসে ক্ষিপ্র খরধারা।

জলের মধ্যে ধাউর পাথররাশি
জলের বাইরে অর্থহীন জড়;
উষ্ণ জলের গতিচঞ্চলতা
পাথর দাঁড়ায় রুদ্ধ করে দিতে;
কিন্তু খুবই মজার ব্যাপার হলো
পাথর শুধুই হচ্ছে পরাজিত।

উৎস-মুখের ঠান্ডা পাথররাশি
খুব কিছু নয়, ঠান্ডা পাথররাশি!! –

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
রফিক আজাদ- র আরো পোষ্ট দেখুন