ঘুণপোকা

ঘুণপোকা আজ যৌবন কুরে খাচ্ছে
নতুন স্বপ্ন অচেনা হাওয়ায় ভাসছে
অমিত সাহস পকেটে আটকে ঘুরছি
জ্বালানো আগুনে নিজেই এখন পুড়ছি।

করতল থেকে মুছে যায় সৌভাগ্য
ভুঁইফোড় আমি নিজেকে ভেবেছি প্রাজ্ঞ
অন্ধকারের জানালায় ডাকে পক্ষী
অরণ্যে নেই পাহারার বনরক্ষী।

ফুল থেকে আর পাইনাতো কোনো গন্ধ
বিবেক ঘুমায়, নেই তার মনে দ্বন্দ্ব
ব্যাঘ্র-জীবন হারিয়ে ফেলেছে গর্জন
সিন্দুক খালি, হয়নি কিছু অর্জন।

যতো সৌরভ বাতাসে হারিয়ে যাচ্ছে
সময়ের কাঁটা অলস সময় পাচ্ছে
আমার ভেতর আমিই গুটিয়ে যাচ্ছি
অন্ধকারের প্রলয় বেদনা পাচ্ছি।

ঘুণপোকা আজ স্বপ্নের সিঁড়ি খাচ্ছে
নিবীর্য এই যৌবন মরে যাচ্ছে
মলিন তন্দ্রা করেছে দু’চোখ অন্ধ
জীবনের সব দরোজা-জানালা বন্ধ।