আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে

আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড়হাতে
নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে

ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
দ্বার খোলো হে দ্বার খোলো–
দ্বার খোলো হে দ্বার খোলো–
প্রভু, করো দয়া, দেহো দেখা দুখরাতে ॥

      আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে - Sagor Sen

      aji nahi nahi nidra akhi pate - jayati chakrabarty