আমি তোমারে করিব নিবেদন

আমি তোমারে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন!
ক্ষমা করো আমায়,

বরণযোগ্য নহি বরাঙ্গনে,

ব্রহ্মচারী ব্রতধারী।

হায় হায়, নারীরে করেছি ব্যর্থ

দীর্ঘকাল জীবনে আমার।

ধিক্‌ ধনুঃশর!

ধিক্‌ বাহুবল!

মুহূর্তের অশ্রুবন্যাবেগে

ভাসায়ে দিল যে মোর পৌরুষসাধনা।

অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে

বসন্তেরে করিল ব্যাকুল॥

রোদন-ভরা এ বসন্ত

কখনো আসে নি বুঝি আগে।

মোর বিরহবেদনা রাঙালো

কিংশুকরক্তিমরাগে।

      Ami tomarei koribo - Jayati Chakraborty