মধুর মধুর ধ্বনি বাজে

মধুর মধুর ধ্বনি বাজে

হৃদয়কমলবনমাঝে॥

নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী

হিরণকিরণ ছবিখানি– পরানের কোথা সে বিরাজে॥

মধুঋতু জাগে দিবানিশি পিককুহরিত দিশি দিশি।

মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে।

এসো দেবী, এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে–

গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে॥

      Madhuro Madhuro dwani baje