না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো কে আছে চাহিয়া শূন্য পথপানে,
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে।
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি কাহার মরমের আশা,
দেখ নি ফিরে,
কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ’লে।
শিল্পীঃশাকিলা জাফর
Na Bujhe Kare Tumi (rabindra sangeet) by Shakila Zafar
রবীন্দ্রনাথ ঠাকুর- এর আরো পোষ্ট দেখুন →
রেটিং করুনঃ
আজ প্রথম শুনলাম কবিগুরু ।
বাহ্ খুব ভালো লাগলো ।