দশদিগন্ত

শুধু আমার করে
কেউ থাকেনা
আমার ঘরে
জানলা দিয়ে
ওই যে আকাশ
সেও যে অন্য কারো
অনেক দূরে।

নীরবতা শুধুই আমার
যেইনা ভাবি
হঠাৎ করে
হৈ-হুল্লোড়
চারদিকে সাড়া পড়ে।

কেন জানি
একা লাগে
আমার মতো রাতও একা
দিনের কাছে হাত পেতে চাই
দাওনা আমায় সঙ্গ তোমার;
তখনই যে ঝড় ওঠে,
হারিয়ে ফেলি
আবার তোমায়।

আমার করে কেউ থাকেনা
থাকেনা কেউ
প্রতীক্ষাতে
ঘরটা আমার
পর করে দেয়
বিশ্বকে নেয় আপন করে।

হ্যামিল্টন, কানাডা
২৮ সেপ্টেম্বর, ২০১৭ ইং।