কথোপকথন-১৩

‘-তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে
তোমার মধ্যেই জমিজমা ঘরবাড়ি, আপাতত একতলা
হাসছো কেন? বলো হাসছো কেন?

-একতলা আমার একবিন্দু পছন্দ নয়।
সকাল সন্ধে চাঁদের সঙ্গে গপ্পো গুজব হবে
তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি?

-আচ্ছা তাই হবে।
চাঁদের গা ছুঁয়ে বাড়ি,
রহস্য উপন্যাসের মত ঘোরানো প্যাঁচানো সিঁড়ি…’