বৃষ্টিবন্দনা ১৪১৯

বৃষ্টি চেয়েছো? চেয়েছে আমার দৃষ্টি
লঙ্কা-পান্তা; এই তো পলির কৃষ্টি।

যখন দু’হাতে লাঙলের ফাল ঝলেছে,
দৃষ্টিতে পিতা অনেক কথাই বলেছে:
কখন এ-গাঁয়ে গড়া হলো এই বাড়িটি
পলিবউ কবে প্রথম চড়ালো হাঁড়িটি,

নিড়ানির দাঁত সাবাড় করলো আগাছা
লাউডগা এসে বাঁধালো মাচাঙে তামাসা
শোল-সরপুুঁটি ছাড়লো পোনার ডিম্ব
গরজে সঘন গগনের প্রতিবিম্ব

কৈ-মাগুরের কাঁটায় বিদ্ধ অঙুলি
ঈশানের মেঘে উড়লো উদোম গোধূলি
আসে আর ভাসে জল-আগুনের বর্শা,
হাসে নিশিথিনী, হাসে না তো ভোর ফর্সা

জল কলকল জল ছলছল উচ্ছল
পাহাড় বারিধি নদী ও তটিনী সমতল
জলধির তীর হেনে যায় ক্রূর দৃষ্টি
সুখে ও অসুখে এই তো আপাত সৃষ্টি

চেয়েছি, পেয়েছি বৃষ্টির জলে কলস্বর
চেয়েছি, পেয়েছি বৃষ্টির জলে ডুবোচর

বাংলা আমার, সাঁতার আমার, পলিঘর