নতুন সংসার

জীবনের বোঝা কাঁধে প্রতিদিন পথ চলি আমি;

জীবনটা দামি নয়,

মনে হয় বোঝাটাই জীবনের চেয়ে ঢের দামি!

কেউ কেউ প্রশ্ন করে, কত এই বোঝার ওজন?

নিরুত্তর পথ চলি, পথে পথে সঙ্গী অগণন।

নগর পেরিয়ে যাই, পেয়ে যাই

শালতমালের পর বুড়ো বটমূল,

সূর্যাস্তের পরপারে সুদূরে মিলিয়ে যাই কাশ-শাদা চুল।

নিজেকে দেখতে গিয়ে ছুঁয়ে দেখি আপন সুরত,

ততক্ষণে দুই পায়ে ঠেকে গেছে অন্য এক পথ।

কোথাও দিগন্ত নেই, জলস্থল নীলিমাও নেই,

যেখানে করেছি শুরু, যাই সেখানেই।

যেতে যেতে জেগে ওঠে অন্য এক কায়া,

যেতে যেতে জেগে ওঠে অন্য এক ছায়া;

কায়া ও ছায়ার মাঝে

নতুন সংসার গড়ি আমি এক উড়ালিয়া মায়া।
AddThis Sharing Buttons

মুহম্মদ নূরুল হুদা- এর আরো পোষ্ট দেখুন →
রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...