সখ্য

তোমার জন্য বৃষ্টি বাদল
আমার জন্য রাত্রি গহন
তোমার দিকে শ্যামলছায়া
আমার বুকে লঙ্কাদহন,

তোমার হাসি পৌর্ণমাসী
সৌরনদী উতল হয়
তোমার জন্য ঘর বেঁধেছি
তোমার জন্য সূর্যোদয়,

তেপান্তরের ডাক পেয়েছি
বকুলবাগান বন্ধকি
এক ডুবেতে ভোমরা টিপে
রক্তসাঁতার মন্দ কি,

তোমার জন্য উতল পবন
গ্রীষ্মদেনা উসুল করে
তপ্ত কড়াই রপ্ত এখন
তিরিশ রকম ফোসকা পড়ে,

সদ্যকাটা কলাপাতায়
গরম ভাতে গর্ত করে –
মশুর ডালের গন্ধে পাগল
চন্দ্র এসে আছড়ে পড়ে,

সেই ভাঙাচাঁদ পোঁটলা করে
তোমার হাতে দিলাম তুলে,
ফের জুড়ে দাও ঝাউয়ের মাথায়
বিপর্যয়ের তল্পি খুলে…