সংসার আমাকে স্বীকৃতি দিলো না

সংসার আমাকে স্বীকৃতি দিলো না, আমাকে
নিলো না কোনো সভা, সংঘ, সংগঠন
আমি এই ঘাসের উপরে অস্থির শিশির বিন্দু, ঝরা ফুল
রাষ্ট্র বা রাষ্ট্রসংঘ কেউ আমাকে নেয় না
এই জলের বুদবুদ আমি, সংসারের ধুলো
আমার কণ্ঠভরা নেই কোকিলের গান, নদীর কল্লোল।

আমি তোমাদের মাঝে থেকেও বাইরের অচেনা
মানুষ
অজ্ঞাত অজানা লোক,
আমার দুই হাতে শুধু কলঙ্কের কালি
আমি কাঁপা কাঁপা পায়ে ভীত অপ্রস্তুত একটি বালক;

এই সভা,সংগঠন,সংসার আমাকে
নিলো না
কারো সাথে আমার কিছু মিললো না, আমি দলছুট,
বেমানান, বেখাপ্পা, বেঢপ
আমি কোন ধু-ধু পাথারের দীর্ঘশ্বাস, ভাঙ্গা
বেহালার শব্দ
আমি গোলাপ তুলতে গিয়ে মুঠি ভরে তুলি শুধু
কাঁটা
ভরা বর্ষায়ও আমি খর চৈত্র, শুষ্ক ডাল
আমি তোমাদের চেয়ে নিম্নমান, নিম্নমেধা
অপরের খেত খোলা চাষ করি বর্গাচাষী,
তোমাদের এত জোৎস্না
আমার দুইটি হাত ভরা শুধু অন্ধকার, অন্ধকার।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মহাদেব সাহা- র আরো পোষ্ট দেখুন