ফিরলিনারে খোকা

আশায় ছিলাম আসবি খোকা আসলিনারে ফিরে
তোর জন্য যে ব্যথায় আমার বুকটা গেছে ভরে,
আর কতকাল থাকব খোকা পথ পানে চেয়ে
আসবিনারে ফিরে খোকা মা ডাকটি নিয়ে।

তোর জন্য যে তোর বাবা চাওয়ার পালা শেষ
আমায় রেখে চলে গেছে দূর ওপারের দেশ
তোর জন্য আর তাকিয়ে থাকতে পারছিনারে খোকা।
মনে হচ্ছে জীবনটা আমায় দায়ে দিবে ধোঁকা।

কত দিন আর থাকবি খোকা সেই যে গেলি চলে
দেশটি স্বাধীন করতে হবে এই কথাটি বলে,
দেশটি স্বাধীন হল খোকা যুদ্ধে হলি জয়
তুইতো খোকা ফিরলিনারে মনটা কেঁদে কয়।

আশা ছিল মুখটা তোর দেখবো আমি চেয়ে
সেই আশাতে চোখের জল পড়ে শুধু বেয়ে,
দেখা যে খোকা হল না আর এখন আমি চলি
যুদ্ধ জয়ের নেশায় খোকা শহীদ কি তুই হলি?

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
জুয়েল হাসান- র আরো পোষ্ট দেখুন

One thought on “ফিরলিনারে খোকা”

Comments are closed.