এটাই নিয়তি

গেদু মিয়া মধু মিয়া যদু মিয়া আর পথেঘাটে যাকে দেখে তাকে ধরে মার। এরা হল গায়েঁর নেতা বাউন্ডুলেন দল মানে নাকো জ্ঞানী গুনী দেখায় বাহুবল। বাবা-মার কথামত চলেনাতো এরা এলোমেলো ভাবে শুধু পথেঘাটে ঘোরা। লেখাপড়া করেনা কেউ যায়না স্কুলে নেশা করা মদ খাওয়া এসবই চলে। পথেঘাটে যদি কোন মা-বোনেরা চলে শিষ দিয়ে এরা শুধু বাজে […]

ফিরলিনারে খোকা

আশায় ছিলাম আসবি খোকা আসলিনারে ফিরে তোর জন্য যে ব্যথায় আমার বুকটা গেছে ভরে, আর কতকাল থাকব খোকা পথ পানে চেয়ে আসবিনারে ফিরে খোকা মা ডাকটি নিয়ে। তোর জন্য যে তোর বাবা চাওয়ার পালা শেষ আমায় রেখে চলে গেছে দূর ওপারের দেশ তোর জন্য আর তাকিয়ে থাকতে পারছিনারে খোকা। মনে হচ্ছে জীবনটা আমায় দায়ে দিবে […]