দ্রোহের সৎকার

সংক্রামক সত্ত্বার অতনু গ্রীবায়
জলজ্যান্ত ধমনী-সভ্যতার স্তম্ভিত হুংকার
ওই যে দ্যাখ, ফসিলের পৃথিবীতে
মাতম নেচেছে দ্রোহের সৎকার,
চূর্ণ মস্তিষ্কে ধীমান প্রতাপ-
ভুত-অভূতের নগ্ন কালিক মুণ্ডু হারায়,
কার কালো ছায়া পরে ওখানে ?
কে আছে ওই ভীম লালিমায় ?

শব মাতাবে মূর্ত দেবী
নাটাই ব্যস্ত যত বেশ্যামিতে
মাতাল মাতাল সব সমাচার
নেশার মাঝে রাত-কারাগার,
দুর্ভিক্ষের কান্না রক্ত চেপে
খরার আভাস দুর্বিপাকে
ওই যে দ্যাখ, নশ্বর ভণ্ডামিতে
মাতম নেচেছে দ্রোহের সৎকার ।।

ঝোপের মাঝে শরীর বদল
আলিঙ্গনে মরণ ছোবল,
সাবধান ! খুব সাবধান !
কাণ্ডারি ক্যানভাস আলোয় অপার
রুখবে আমায় ?? আয় দেখি সাধ্য কার !!
উত্তাল নগরীর বিভীষিকা বলিদান
উৎসর্গ শত সরীসৃপ হাহাকার,
ওই যে দ্যাখ, হায়েনার নিশ্বাসে
মাতম নেচেছে দ্রোহের সৎকার ।।

– জিহান আল হামাদী
১৮ই ফেব্রুয়ারি’২০১৩