দশ বছর পর

আজ থেকে গুনগুনে ঠিক দশ বছর পর
যখন তোমার ছোট্ট মেয়েটি বই খুলে বসবে,
বইয়ের পাতায় পাতায় লেখা থাকবে আমার নাম;
আমার কবিতা-
কবি পরিচিতি পড়ে ঠিক শিউড়ে উঠবে তুমি
থরথর হাতে তুলে নেবে বই;
একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার সহ কত ভাবে যে পুরস্কৃত !!
তখন কি মেয়েটাকে আমার পরিচয় দেবে ?
আমি কে ছিলাম ? তোমার সাথে সম্পর্ক কিসের ?
এখন কেন নেই ?
নাকি ছ্যাকড়া কবিদের খাতায় নাম ফেলে দেবে !
আমায় ফিরিয়ে দেবার দহন কি বেড়ে যাবে সেদিন ?
“আহারে !! কাকে ফিরিয়ে দিলাম !!”
মনে রেখো, আজ থেকে গুনগুনে ঠিক দশ বছর পর
একদিন দেখা হবে তবু চোখ দেখবে না ।।

 

 

– জিহান আল হামাদী
৩রা ফেব্রুয়ারি’২০১৩