ধ্বংস হোক সব, জন্ম থেকে শব

তবে সব ধ্বংস হোক
আজ থেকে আলোকবর্তিকা আয়োজনে
প্রতি মুহূর্তে ঝলসে উঠুক ঘরবাড়ি
ধ্বংস হোক সব, জন্ম থেকে শব ।।

তবে সব ছাই হয়ে যাক
প্রেমিকের মরদেহে সাপুড়ে নাচুক নাগিনী খেলা
কবি আর কবিতা-
একসাথে জানাজায় নামুক,
কফিনের ভেতর চিৎকার করে উঠুক জাহান্নামী শব্দ
আজ সব পুড়িয়ে ফেল
অভিমানী ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাক সুদূর পাহাড়ে-
লাফিয়ে পড়ুক; ওর বাঁচার কোন অধিকার নেই ।।

তবে সব জ্বালিয়ে দে
কবি আর কবিতা পুড়ে মরুক জাহান্নামি আগুনে
ওসব কবিতা আর কবি-
সব প্রেতাত্মার অনুসারী, আবেগের প্রেতাত্মা বিষধর !
তবে আজ সব ধ্বংস হয়ে যাক
সব পুড়ে হয়ে যাক রক্তাক্ত হৃদয়-
আজ শেষ হয়ে যাক সব
জন্ম থেকে শব ।

আজ শুধু আমার ধ্বংস হোক
আমি আর আমার কবিতা একসাথে কবরে যাবো
আমায় পুড়িয়ে ফেল, সব পুড়িয়ে ফেল
শত শত বিষফল ঠুসে দে আমার শরীরে;
মস্তকে সাপ লুডু খেলে যাস একদিন
তবে আজ মরে যাই-
জোরে জোরে বল তোরা,
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।।

 

 

– জিহান আল হামাদী
২০শে ফেব্রুয়ারি’২০১৩