ব্যক্তিগত বন্ধু

তুমি বলেছিলে বন্ধু চাও, প্রেমিক নয়
হেসেছিলাম যতটা, তারচেয়ে বেশি হয়তো
রাতের বালিশে মুখ গুঁজে কান্না লিখেছিলাম-
আচ্ছা, যাকে ভালবাসা যায় সে কি বন্ধু হতে পারে না ?
আমি সত্যিই জানিনা ।
কত মাইল কষ্ট পাড়ি দিলে চোখ ফেটে অশ্রু ঝরে
তার হিসেব গণনা করা যায় কিনা,
তাও জানিনা ।।

বন্ধুত্বের দোহাই দিয়ে দূরে আছো
জানি বাঁধা দেব না, তবু জেনে নিও,
বন্ধুর বাইরেও এমন বন্ধু দরকার
যে শুধু তোমার বন্ধু হবে ।।
যার তার বুকে মাথা চেপে কান্না ছড়ানো যায় না;
সবার হাসিতে যদি প্রাণ খুঁজে পাওয়া যেত
তাহলে বোধ হয় নাটকী খুশির প্রয়োজন হতো না ।
তুমি বন্ধু খোঁজো, জানি বাঁধা দেব না
বন্ধু নিখোঁজ হলে এদিকে এসো,
বন্ধু পাবে, ব্যক্তিগত বন্ধু ।।

– জিহান আল হামাদী
৭ই মার্চ’২০১৩