বাংলাদেশ তুই জেগে থাক

রাত তুই জেগে থাক
তোর ঘরে জন্ম নিচ্ছে নতুন দিনের গুয়েভারা
আন্দোলন তুই বেঁচে থাক
তোর হাতে জন্ম নেবে আলোকবর্ষী পতাকা ।
লক্ষ-শত কণ্ঠ আবার হুংকারে উঠুক
শাহবাগ থেকে বিশ্ব-মানচিত্র,
গণতন্ত্র হোক অন্যায়ের অধরা-স্পর্শী
জনতা তোরা জেগে থাক
গণতন্ত্র এবার মুক্তি পাবেই…
বাংলা তুই জেগে থাক, বাঙালি তুই জেগে থাক
রাত যতই হোক, স্বাধীনতা ফিরে আসবেই ।।

তোরা সবাই জেগে থাক
আর কত ঘুমাবি রে ? বেয়াল্লিশ বছরের ঘুম আর কত ?
আজ থেকে কেউ ঘুমাবি না, সবাই ওঠ ।
ঘুমিয়েছিলি বলেই ওরা জ্বালিয়েছে তোর পতাকা,
তোর শহীদ মিনার লজ্জায় মাথানত, লাঞ্চিত হয়েছে মাটি !
আর নয় । এবার সময় ।
যুদ্ধ চলুক, বুকে আগুন আছে
মৃত্যু তুই জেগে থাক !

ফাঁসির মঞ্চ, তুই জেগে থাক
তোর হাতেই খৎনা যাবে শুয়োরের মুণ্ডু
আজ যা হবার হবে ! এসপার নয় ওসপার !
তবু স্বাধীনতা কে আসতেই হবে ।
ইতিহাস তুই জেগে থাক আজ থেকে
বাঙালির রক্তের স্বাক্ষরে লিখে নে-
নতুন মুক্তিযুদ্ধের শুরু এখানেই ।
জনতা তুই জেগে থাক;
মাটি-জল-সংগ্রাম, তোরা সব জেগে থাক
রক্ত যতই ঝরুক, পতাকা ফিরে আসবেই,
আসতেই হবে, চিরকাল
বাংলাদেশ তুই জেগে থাক ।।

– জিহান আল হামাদী
২২ শে ফেব্রুয়ারি’২০১৩