সময় ঝরিয়া পড়ে

সময় ঝরিয়া পড়ে নির্জন দুপুরে
যেখানে বসিয়াছিলে একদিন মুখোমুখি,
তোমার চুলের গন্ধ বাসি হয়ে ধুলো হয়ে উড়ে
ক্লান্ত ক’রে দিয়ে যায় যেখানে সূর্যের গান,
তোমার আমার সেই ছোট চিলে ঘরে।
সময় ঝরিয়া পড়ে শব্দ তার শুনি
আনমনে স্মৃতি থেকে চুমুগুলি তুলে এনে গুনি
কত তারা? …তারপর সব গোনা হয়ে গেলে
চোখ মেলে আবার তাকাই ;
সময় ঝরিয়া পড়ে, শূন্য ঘর, কাছাকাছি কোনো ঠোঁট
কোনো চোখ নাই।