স্বদেশী হাওয়ায়

আছি আমি ব্যপ্ত হয়ে তোমার রৌদ্র ছায়ায়
এইতো তোমার ঘামে গন্ধে তোমারই পাশাপাশি,
তোমার ছায়ার মতো তোমার শরীর জুড়ে প্রাণের আরাম_
তোমার নদীর কুলুকুলু স্রোতের দোলায়;
তোমার যেমন ইচ্ছে আছি আমি_
ঝিরিঝিরি পাতার ভেতর হাওয়ার ঝড় উথাল পাতাল
রাত্রি দিন তোমার ধানের ক্ষেতের হিল্লোলিত সবুজ প্রাণের বন্যায়
যায় ভেসে যায় উদাসী বাউল, যায় ভেসে যায় ভাটিয়ালি গান
কোন নিরুদ্দেশে আছি আমি
বেলা শেষের রোদের মতন
গড়িয়ে তোমার পায়ে পায়ে ঝরিয়ে রঙের ফোটা
আছি তোমার ধানের দুধে, মঞ্জুরিত
তোমার আঁচল ছোঁয়া নিলাম্বরি মেঘের ভেলায়
আছি আমি এইতো তোমার নাকছাবিটির মুক্তো যেমন
জ্বলছে কেবল জ্বলছে কেবল…

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
বেলাল চৌধুরী- র আরো পোষ্ট দেখুন