গানঃ জোৎস্নার জলে

গানঃ জোৎস্নার জলে *******************************♥ এখানে আকাশ কাঁদে নিখোঁজ জোছনায়, হয়তো উড়ছে চাঁদ অন্য কোথাও, অন্য কোন এক উন্মাদনায়! এখানে আকাশ কাঁদে নিখোঁজ জোছনায়।। যে গেছে সে গেছে কি ওই শুকতারাকে বলে, উদাস বাউল মেঘের খোঁজে নীল যমুনার জলে বুকের খামে খোলা চিঠি লিখছে অবিরত, কষ্টগুলো সুতো ছিঁড়ে উড়ছে শত শত – নাম না জানা কোন্ […]

গানঃ নির্ঘুম চাঁদ

*********************♥ ঘুম ঘুম রাত নির্ঘুম চাঁদ নিঃসঙ্গ জেগে রয়, স্বপ্নেরা যদি শুধু একবার এ জীবনে তবু সত্যি হয়- আজো জাগে মনে সাধ! ঘুম ঘুম রাত…। যে স্বপন শুধু তুমি আমি মিলে যুগল নয়নে দেখেছি, তারাভরা নীল জোছনার জলে ভিজে ভিজে রাত জেগেছি- চোখে চোখ রেখে হাতে হাত। ঘুম ঘুম রাত…। আমি ভোরের আলো দেখবো বলে […]

আকাশ ও মাটির গল্প

———————————— ধরো কোন এক ভোরে হঠাৎ ঘুম ভেঙে জানালার পর্দা সরিয়েই আবিষ্কার করলে – আকাশটা নেই! তুমি কি মূহুর্তেই মহাশূন্যে নভোচারীর মতো ওজনহীন ভেসে যেতে থাকবে? আপাদমস্তক উল্টে যাবে তোমার পৃথিবী? অজান্তেই ধপাস বসে পড়বে মাটিতে? না কি কিংকর্তব্যবিমূঢ় দাঁড়িয়ে থেকে ভাববে অসম্ভব, এ কী করে হয়! চোখ কচলে আবারো তাকাবে, স্বপ্ন দেখছো না তো? […]

কেন্দ্র তুমি, বৃত্ত আমার

আকাশকে ভালোবেসে কেটেছে জীবন। আকাশের রঙ নীল তাই তো তোমার নাম রেখেছি নীলা! তোমার আবাস এ বুকে তাই কি আমার নাম দিয়েছ নিলয়? বিশাল আকাশ যেমন অসীম মমতায় ঘিরে থাকে পৃথিবীকে, তেমনি জড়িয়ে রাখতে চেয়েছি তোমাকে গভীর ভালোবাসায়। অগ্নিকুন্ড সূর্যকে ধারন করেছে আকাশ শুধু পৃথিবীকে উষ্ণ রাখতে, তেমনি অক্লেশে সয়েছি যন্ত্রনা যত শুধু তোমাকে ভালোবাসার […]

গানঃ মুখোশ

গানঃ মুখোশ ———————————————–* মুখোশ পরে হায় দিন যে কেটে যায়, লোকটা আছে মুখটা নাই, কেমন তরো যুগটা ভাই,(২) হরেক রকম মুখোশ দেখি মানুষ পাই কোথায়? মুখোশ পরে হায় দিন যে কেটে যায়!! (২) ছাত্র পড়ে পাশের তরে পড়া-লেখা ভার, স্যারের মনে টিউশনি, জ্ঞানীর মুখোশ তাঁর! রাতদুপুরে টকশো জুড়ে ‘আঁতেল’ মুখোশ পরে বিশেষ ভাবে অজ্ঞ যাঁরা […]

শিকড়

শিকড় ****************** না, চাইলেও পারবে না শত চেষ্টায়ও না । হয়তো শুকাবে ক্ষত স্মৃতিরা হবে গত, বিগত দিনের কস্ট সময়ের ধুলোয় নষ্ট, হয়তো হবে অস্পস্ট প্রিয় স্মৃতি প্রিয় মুখ, কাছে পেতে উন্মুখ ছিলে যার জন্য – যে ছিল অনন্য নিঃসঙ্গ ভোরে নির্জন দুপুরে রাতের আঁধারে – ভুলে যাবে তাকে?   না, চাইলেও পারবে না, শত […]

না

না ! ——— না, বালিকা না !   তুমি সূর্যালোকে হাসো বা বৃষ্টিজলে ভাসো – আকাশের নীল মেখে হৃদয়ের চাবি খুলে দিও না! তার আগে এসো হাতে রাখো হাত, চোখে চোখ – কান পেতে শুনি নিলয়ের নিঃশব্দ উচ্চারণ! শুনতে কি পাও সেই অবিনাশী বাঁশী? তারপর… ————————- -নিলয় ২৬/১০/২০১৭, সাজেক, খাগড়াছড়ি ওয়েবপেজ: [email protected]  

পদ্মার চরে টং ঘরে

পদ্মার চরে টং ঘরে মাঝি গিয়েছিলেম তোমার খুঁজে কী ঘর বেঁধেছো মাঝি মাচার উপরে, আষাঢ়ে ভাসে বুঝি, ভাটায় জাগে? ভেবে না পাই কূল প্রানে ভয় লাগে !   চারিদিকে ধূ ধূ করে সাদা বালুচর লিলুয়া বাতাসে ভাসে কান্নার স্বর । খোলা চুল এলো করে কানের পাশে ফিসফিস করে বলো আছো আসে-পাশে । ঐ দূর দিগন্তে […]

একাকার

একাকার ——————- নির্ঘুম রাতে কালপুরুষের সাথে শেষ হলে জোছনার খেলা, ভোরের শিশির যখন ছুঁয়ে যায় চন্দ্রাহত নিশিথের ঠোঁট, কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়ে জাগে রতিসিক্ত সূর্য । সকালের সোনা রোদের আলতো স্পর্শে কাঁপে পৃথিবীর চিবুক, ওম ওম উষ্ণতায় তবু জড়িয়ে থাকে বিগত রমনের তাপ, সুখ জাগানিয়া স্বপ্ন ভেঙ্গে যাবে ভেবে নিমিলিত রাখে চোখ, নিজেই নিজেকে সুধায় […]

বরবটির দানার মতো

বরবটির দানার মত —————————- তুমি ভালো না বাসলে কী করে জানতাম বলো চুম্বনের চতুর্দশ লীলা, জিহ্বার জাদুকরী খেলায় নিঃশ্বাসে নিঃশ্বাসে চুষে নেয়া শুষে নেয়া সুখ সঞ্চারিনী সুধা সেই সমৃদ্ধ ওষ্ঠদ্বয় থেকে ! (আহ, সেই ওষ্ঠ… !)   কী করে জানতাম বলো এক জীবনেই বেহেশতের নয়টি দরোজা – না পেলে সেই স্বার্থক দুপুর তোমার কৃপায় ! […]