শিকড়

শিকড়

******************

না,
চাইলেও পারবে না
শত চেষ্টায়ও না ।

হয়তো শুকাবে ক্ষত
স্মৃতিরা হবে গত,
বিগত দিনের কস্ট
সময়ের ধুলোয় নষ্ট,
হয়তো হবে অস্পস্ট
প্রিয় স্মৃতি প্রিয় মুখ,
কাছে পেতে উন্মুখ
ছিলে যার জন্য –
যে ছিল অনন্য

নিঃসঙ্গ ভোরে
নির্জন দুপুরে
রাতের আঁধারে –

ভুলে যাবে তাকে?

 

না,

চাইলেও পারবে না,

শত চেষ্টায়ও না ।।

 

যেমন বীজগর্ভে

সুপ্ত থাকে বৃক্ষ,

মাটির সোঁদা গন্ধে

থাকে ফসলের ঘ্রান,

সাগরের ঢেউএ থাকে

পাহাড়ের কান্না –

তেমনি সে আছে ঐ !

শুনতে কি পাও না ?

 

অলিন্দ নিলয়ের

অলিতে গলিতে

রক্তের মিছিলে

চিরচেনা স্রোতে,

অস্তিত্বের গভীরে

যে একান্ত শিকড়,

সেখানে সে আছে

গড়েছে আপন ঘর !

আদি ও অকৃত্রিম

চিরস্থায়ী ঘাঁটি,

করবে কী অস্বীকার –

ঠিকানা যে মাটি !

 

না,

চাইলেও পারবে না

শত চেষ্টায়ও না ।।

———————————-

– নিলয়

০৪ এপ্রিল ২০১৭, ঢাকা

webpage: [email protected]

 

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন