পরমাপ্রকৃতি

মেঘের রঙ দিয়ে ছুঁয়ে দিস অবন্তিকা চামড়া বাঘের ডোরা ধরে হাওয়ার রেশম দিয়ে চুল আঁচড়ে দিস অবন্তিকা মাথা বেয়ে ওঠে বুনোমহিষের শিং ঝড়ের মস্তি দিয়ে পাউডার মাখিয়ে দিস অবন্তিকা গায়ে ফোটে গোখরোর আঁশ হরিণের নাচ দিয়ে কাতুকুতু দিস অবন্তিকা ঈগলপাখির ডানা পাই রোদের আঁশ দিয়ে নখ কেটে দিস অবন্তিকা গজায় নেকড়ের থাবা হাতে-পায়ে নদীর ঢেউ […]

জ্যামিতির উৎস

অবন্তিকা বললি তুই: নৌকো মাতাল হতে যাবে কেন ? এ-যুগে সমুদ্রটা নিজেই মাতাল। আমি বললুম: যত জ্যামিতি কি শুধু তোরই দখলে ? কার কাছ থেকে পেলি ? অবন্তিকা বললি তুই: আর্কিমিডিস দিলেন দেহের ঘনত্ব ! রেনে দেকার্তে দিলেন দেহের বাঁকগুলো ! ইউক্লিড দিলেন গোপন ত্রিভুজ ! লোবোচেভস্কি দিলেন সমন্বিত আদল ! ব্রহ্মগুপ্ত দিলেন মাংসময় বুকের […]

মর মুখপুড়ি

এই বেশ ভালো হল অ্যামি, বিন্দাস জীবন ফেঁদে তাকে গানে নাচে মাদকের জুয়ার পূণ্যে অ্যামি, কী বলব বল, অ্যামি ওয়াইনহাউস, অ্যামি, আমি তো ছিলুম তোর জানালার কাচ ভেঙে ‘ল্যাম্ব অফ গড’-এর দামামায় বাজপড়া গিটারের ছেনাল আলোয় চকাচৌঁধ ভাম, অ্যামি, আমি তো ছিলুম, তুই দেখলি না, হের্শেল টমাসের শিয়রে বিষের শিশি মাধুকরী লেপের নিঃশ্বাসে, অ্যামি, স্তনের […]

আলফা পুরুষ কবিতা

কী দিয়ে তৈরি তুই ? নারীকে কবিতায় আনা যাবেনাকো বলে তোর হুমকি অবন্তিকা ! কোন ঋতু দিয়ে গড়া ? স্কচ না সিংগল মল্ট ? নাকি তুই হোমিওপ্যাথির শিশি থেকে উবে-যাওয়া ৩৫ হাজার ফিট ওপর আকাশে, প্লেনের হোল্ডে রাখা শীতে নদীর মোচড়ানো বাঁকে ইলিশের ঝাঁক ? আলোকে দেশলাই বলে ভাবলি কী ভাবে? কেন ? কেন ? […]

ঘুণপোকার সিংহাসন

ওগো স্তন্যপায়ী ভাষা পিপীলিকাভূক মুখচোরা ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকুল বিনোদিনী শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছ এদেশে ।

মরে গেলি, অরুণেশ ?

মরে গেলি ? সত্যিই মরে গেলি নাকি অরুণেশ ? রূপসী বাংলার খোঁজে আসঙ্গ-উন্মুখ শীতে বেপাড়া-ওপাড়া ঘেঁটে শেষমেশ ঝিলের সবুজ ঝাঁঝরিতে ডুব দিলি ! যবাক্ষারযানে কালো বিষগানে আধভেজা উলুপীর সাপ-রক্ত মিঠেল শীৎকারে হৃদযন্ত্রে দামামা বাজতেই বুক খামচে জলে নেমে গেলি– বাড়িতো পিছনে ছিল, সেদিকে গেলি না কেন ? ডাঙার গেঁজেল হায়নারা যৌবনে ভালোবাসা পেয়েছিল তোর , […]

পপির ফুল

বোঁটায় তোর   গোলাপরঙ   অবন্তিকা শরীরে তোর   সবুজ ঢাকা   অবন্তিকা আঁচড় দিই   আঠা বেরোয়   অবন্তিকা চাটতে দিস   নেশায় পায়   অবন্তিকা টাটিয়ে যাস   পেট খসাস   অবন্তিকা

অন্তরটনিক

বিড়ি ফুঁকিস অবন্তিকা চুমুতে শ্রমের স্বাদ পাই বাংলা টানিস অবন্তিকা নিঃশ্বাসে ঘুমের গন্ধ পাই গুটকা খাস অবন্তিকা জিভেতে রক্তের ছোঁয়া পাই মিছিলে যাস অবন্তিকা ঘামে তোর দিবাস্বপ্ন পাই

কৃত্রিমতা

গাড়ির কাচটা নামা ; গগলস খুলে ওই দ্যাখ সেই সাব-এডিটর তোর অভিনয়ে কৃত্রিমতা আছে লিখে তুলোধনা করেছিল তোকে অবন্তিকা তাকিয়ে রয়েছে তোর পোস্টারের খাঁজে অপলক নাহ, অপলক বলা যুৎসই নয়, গিলছে রে তোর সিলিকন-ঠাসা বুক দুটো। ভুলে গেছে ব্যাটা ওদুটো কৃত্রিম কিন্তু যৌনতার শিল্পবোধে ফেঁসে লটকে পড়েছে তোর বুকের নিজস্ব অভিনয়ে।