সুখের কথা বোলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি দুঃখে আছি,আছি ভাল,দুঃখেই আমি ভাল থাকি। দুঃখ আমার প্রানের সখা,সুখ যা ন চোখের দেখা, দুদন্ডের হাসি হেসে,মৌখিক ভদ্রতা রাখি। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যবে চোখের বারি চেপে রেখে সুখের হাসি হাসতে হবে চোখের বারি দেখলে পরে,সুখ চলে যান বিরাগভরে দুঃখ তখন কোলে […]
সুখের কথা বোলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি
আইল ঋতুরাজ সজনি
আইল ঋতুরাজ সজনি, জ্যোৎস্নাময় মধুর রজনি, বিপিনে কলতান মুরলী উঠিল বাজি। মৃদুমন্দসুগন্ধপবনশিহরিত তব কুঞ্জভবন, কুহু কুহু কুহু ললিততানমুখরিত বনরাজি। পরো সখী পরো নীলাম্বর, পরো সখী ফুলমালা; চলো সখী চলো কুঞ্জে চলো, বিরহবিধুরা বালা। করিগে চলো কুসুমচয়ন, রচি গে চলো পুষ্পশয়ন, ফিরিবে তব নাথ সজনি, হৃদয়ে তব আজি।
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; – ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা; (কোরাস) – এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে! […]
আজি তোমার কাছে ভাসিয়া যায়
আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন অনিবার? স্মৃতি-জোয়ারে দু-কুল ছেয়ে, দশ বরষ উজান বেয়ে চলেছে প্রাণ তোমারই কাছে মানে না বাধা আর। আজি তোমার কাছে বর্তমান ভেঙ্গে ও ভেসে যায়, আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়; আজি আমার নয়ন পাশে, এ কী আঁধার ঘেরিয়া আসে, পাষাণভার চাপিয়া ধরে […]
আজি এসেছি–আজি এসেছি,
আজি এসেছি–আজি এসেছি, এসেছি বঁধু হে, নিয়ে এই হাসি, রূপ, গান। আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি তোমার চরণতলে রাখি এ কুসুমহার, এ হার তোমার গলে দিই বঁধু উপহার, সুধার আধার ভরি, তোমার অধরে ধরি, কর বঁধু কর তায় পান; আজি হৃদয়ের সব আশা, সব সুখ, ভালোবাসা, তোমাতে […]
আমরা এমনই এসে ভেসে যাই
আমরা এমনই এসে ভেসে যাই – আলোর মতন, হাসির মতন, কুসুমগন্ধরাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতো ভেসে যাই। আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি; আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী; আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া, ক্ষণিক হেসে যাই। আমরা স্নিগ্ধ, কান্ড, শান্তি-সুপ্তিভরা আমরা আসি বটে, তবু কাহারে […]