আমরা এমনই এসে ভেসে যাই

আমরা এমনই এসে ভেসে যাই –
আলোর মতন, হাসির মতন,
কুসুমগন্ধরাশির মতন,
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতো ভেসে যাই।
আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি;
আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী;
আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে
জ্যোৎস্নার মতো অলস চরণে,
চপলার মতো চকিত চমকে
চাহিয়া, ক্ষণিক হেসে যাই।
আমরা স্নিগ্ধ, কান্ড, শান্তি-সুপ্তিভরা
আমরা আসি বটে, তবু কাহারে দিই না ধরা
আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে
গানে, সুগন্ধে, কিরণে-নিখিলে
স্বপ্নরাজ্য হতে এসে, ভেসে
স্বপ্নরাজ্য দেশে যাই
আমরা এমনই এসে ভেসে যাই –
আলোর মতন, হাসির মতন,
কুসুমগন্ধরাশির মতন,
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতো ভেসে যাই।

      Amra emni ese vese jai - Jayati Chakraborty
      Amra emni ese vese jai - Jayati Chakraborty