অল্পকথা

অশান্ত এ মনে শ্রাবণের ধারার মাঝে 

অসীম অন্ধকারে কত যে সুর বাজে 

অল্পকথা অল্পগান রইলো আজ লেখা 

হৃদয়ে এঁকে যাই আজ হৃদয়েরই রূপরেখা ।।

 

আঁখির আকাশে যখনই হয় কল্পনার প্রবেশ 

আলোকিত করে তুলে সৃষ্টিরূপের দেশ 

আঁধার ভেঙে উল্লাসে নাচে কবিতার শব্দরাশি 

সুরের ঐক্যতানে বেজে উঠে মনে প্রেমের বাঁশি ।।

 

প্রজাপতির ডানায় আলতো ছুঁয়ে যায় আমায় স্বপন 

গহন রাতেও শুনি যে ভ্রমরের অভিমানী গুনগুন 

বিদায় বেলায় কুহু যে ডাকে ওই মালতী বনে 

স্বপন বিলাসে দোলে মন রঙ্গে তরঙ্গে মধুর তানে ।।

                                                                       ………..অরুণিমা 

 

One thought on “অল্পকথা”

Comments are closed.