বাস্তব

প্রেম ,ভালোবাসা ,পরিণয়

বাঁধা এই বন্ধন মনের আলোয়

তুমি বললে মন যে বাস্তব নয়

পুতুল নাচের এই দুনিয়ায় !!

 

জীবন মরণের শপথ নেওয়া

সুখ দুঃখের এই আনাগুনা

ভাব ভাবনার এই মেলায়

কত ফুল ফুটে  জীবন বাগিচায় !!

 

জীবন মঞ্চের এই নাটকে

অভিনয় –শুধুই অভিনয়

পেয়ে হারানোর পালাবদলের এই খেলায়

মন ডুবে যায় অসহ্য যন্ত্রণায় !!

 

কত টুটে যাওয়া স্বপ্নের আঘাতে

আঁতকে উঠি তোমায় হারাবার বিভীষিকাতে

স্নেহ-মায়া-মমতার বন্ধন বাঁধি

ভালোবাসি যে তোমাকেই আমি !!

অরুণিমা

 

One thought on “বাস্তব”

Comments are closed.