প্রেম চাই

এই মুহূর্তে, এক্ষুনি আমার একটু প্রেম দরকার।
একটু আগেই কলমটা একগাদা নোংরা বমি করল।
শুরুতেই ‘বিবর্ণ ধুসর প্রান্তর’।
আমি দুহাত দিয়ে আপ্রান চেপে ধরলাম নীপটাকে।
ফস্কে গেল,
ছড়াত!
কালি ছড়িয়ে পরল খাতার মধ্যিখানে।
সেখান থেকে বেরিয়ে এলো এক নিকষ অন্ধকার,
এবার সেই অন্ধকার ধীরে ধীরে হয়ে উঠল ‘রক্তস্রাব’।
ঘিনঘিনে পোকাগুলো কিলবিলিয়ে সাঁতরাতে লাগল তার ওপর।
মন চাইছে কলম টা দুমড়ে মুচড়ে ভেঙ্গে দি।

সেই জন্যই আমার একটু প্রেম দরকার।
সত্যি, এসব তো আমি লিখতে চাইনি।
আমি লিখতে চেয়েছিলাম
গোধুলির আলোয় সোনা ঝরা ধান নিয়ে গরুরগাড়ির ঘরে ফেরা।
পাহাড়ি মেয়েটার খোঁপায় রংবাহারি অর্কিড।
সমুদ্রের ঢেউ চিঁরে বেরিয়ে আসা নোনতা ললনা।
কিছুই হলনা।
আমার একটু প্রেম চাইই চাই।
এই যে টিউলিপ, আমায় একটু প্রেম দেবে?
আমার মনে কয়েক ফোঁটা রোমান্স ঢালতে পারো জ্যোৎস্না?
ভ্রমর শুনছো, তোমার গুঞ্জনে সুধু কয়েক আলাপ সুর তুলবে আমার চেতনে?
এক্ষুনি, এই মুহূর্তেই, এক্ষুনি আমার একটু প্রেম চাই।