তুই?

সোঁদা ঘামের গন্ধ জড়িয়ে ছিল আষ্ঠেপৃষ্ঠে,
তুই ছিলি!
বাইরে তখন বালক বাতাস উড়িয়ে দিচ্ছে ধুলো।
বন্ধ চোখে এগিয়ে দিয়েছিলি ভেজা ঠোঁট,
এলোমেলো চুল করে, আবার গোছানো,
আদু কন্ঠে ‘এমনটাই থেকো’
তুই ছিলি!
আজো আমি একই আছি।
তুই?