কোন্‌ খেলা যে খেলব কখন্‌

     কোন্‌ খেলা যে খেলব কখন্‌ ভাবি বসে সেই কথাটাই– তোমার     আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥               শিশির-ভেজা সকালবেলা   আজ কি তোমার ছুটির খেলা–               বর্ষণহীন মেঘের মেলা   তার সনে মোর মনকে ভাসাই ॥ তোমার     নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী–               ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ […]

প্রভু, তোমা লাগি আঁখি জাগে

প্রভু, তোমা লাগি আঁখি জাগে ; দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে॥ ধূলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে তোমারি করুণা মাগে ; কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে॥ আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে ; সাথি নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো […]

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে

মাধবী   হঠাৎ কোথা হতে    এল   ফাগুন-দিনের স্রোতে।           এসে   হেসেই বলে, “যা ই   যা ই   যাই।’ পাতারা     ঘিরে দলে দলে   তারে    কানে কানে বলে,                    “না   না   না।’               নাচে    তা ই   তা ই   তাই॥ আকাশের   তারা বলে তারে,   “তুমি   এসো গগন-পারে,               তোমায়   চা ই   চা ই   চাই।’ পাতারা       ঘিরে দলে দলে   তারে     কানে কানে বলে,                    “না   না   না।’ […]

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে– ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-‘পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান– ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥ তুমি কোন্‌ ভাঙনের […]

তুমি আছ কোন্‌ পাড়া

তুমি আছ কোন্‌ পাড়া ? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা— এর কাছে কি হৃদয়জ্বালা । তোমার সকল সৃষ্টিছাড়া ।। রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো— এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।। তুমি আছ কোন […]

ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা

ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা— তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা ।। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার কানে কানে কী যে কহে যায়— তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা ।। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি— সারা দিন ধ’রে বকুলের […]

কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়

কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়॥ ওগো, হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি– তখন ঘুচবে ত্বরা, ঘুরিয়া মরা হেথা হোথায়। আহা, আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥ চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়, তোরা শুনিস […]

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥ যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥ আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে । একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধার মনে । বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে ।’ খাঁচার পাখি বল, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে ।’ বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব ।’ খাঁচার পাখি বলে, […]

আমি সব নিতে চাই

আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে। আমি আপনাকে, ভাই, মেলব যে বাইরে॥ পালে আমার লাগল হাওয়া, হবে আমার সাগর-যাওয়া, ঘাটে তরী নাই বাঁধা নাই রে॥ সুখে দুখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি যে তাই রে। পাগ্‌লামি আজ লাগল পাখায়, পাখি কি আর থাকবে শাখায়। দিকে দিকে সাড়া যে পাই […]