আবার শুরুর দিকে

উড়ে যাক উড়ে যাক পাখিদের ঝাঁক
যেখানেই যাক তারা
উড়ে চলে যাক
শুধু রেখে যাক আকাশটা শুধু রেখে যাক
এই মাঠ মাঠের আকাশে
যেন সন্ধ্যা নেমে এলে
অন্ধকার ঘন হয়ে এলে
তারা-পাখি হয়ে তারা আসে
পাখিদের ফিরে আসা
মানুষও তো আসে ফিরে আসে
ইতিহাস ঘন অন্ধকারে
তারার ঝাঁকের মতো
পাখির ঝাঁকের মতো
মাঠে ঘাস ঘাসের শিষের মতো
দূর অগি্ন দাহনের মতো
হয়তো বা ধুয়ে পাপ
ফিরে আসে
আবার শুরুর দিকে
রোদ্দুরে উপুড় হয়ে ঝরে পড়া প্রথম বৈশাখে
কেননা মানুষ চায় চিরকাল মানুষ থাকতে